সিলেটশনিবার , ৪ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিমান কলঙ্ক কাটিয়ে লাভজনক: সিলেটে মন্ত্রী মেনন

Ruhul Amin
মার্চ ৪, ২০১৭ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন বলেছেন, ‘২০ দলীয় জোটের ধারাবাহিক হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, জঙ্গি হামলার মধ্যেও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পদ্মা সেতুর কাজ ৪০ শতাংশ শেষ হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দরে বোয়িং ৭৭৭ বড়ো জাহাজ অবতরণের জন্য রানওয়ের অবকাঠামোর কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশ বিমান লোকসানের কলঙ্ক কাটিয়ে এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে যাবে।’

শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউজে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি কর্তৃক আয়োজিত ‘জনগণের বিকল্প শক্তি গড়ে তোল সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

পাটির্র সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে ও ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সম্পাদকমন্ডলীর সদস্য প্রফেসর গোলাম হোসেন আজাদ, দীন বন্ধু পাল, যুবমৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, নারী মুক্তি সংসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সায়েদা আক্তার, কৃষি ফার্ম শ্রমিক নেতা ইব্রাহিম আলী,  মো. মুবশ্বের আলী প্রমুখ।