সিলেটশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন সিলেটের ৫ জন

Ruhul Amin
এপ্রিল ১, ২০১৭ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল করিম হেলালী,সিলেট রিপোর্ট: পবিত্র কোরআনের আলো প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৭ এর সিলেট বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব শনিবার ( ১ এপ্রিল ) সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সম্পন্ন হয়েছে।
সিলেট বিভাগীয় সমন্বয়কারী হাফিজ ওলিউর রহমান খানের সভাপতিত্বে ও মাওলানা আলী হোসাইন খান ইমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, দেশকে সমৃদ্ধ ও সুন্দর ভাবে এগিয়ে নিতে কোরআনের আলোয় সমাজকে আলোকিত করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে অন্যান্য শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, হাফিজগণ হিফজ প্রতিযোগিতার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনছে। তাদেরকে এগিয়ে নিতে ও মেধার বিকাশ ঘটাতে বেশি বেশি প্রতিযোগিতার আয়োজন করার আহবান জানান। বাছাই পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা জাকারিয়া আহমদ, হাফিজ মাওলানা তানভীর আহমদ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সালেহ আহমদ শাহাবাগী, হাফিজ আব্দুল করীম হেলালী, হাফিজ আলামীন, হাফিজ হাতিম আহমদ প্রমুখ। টিভি চ্যানেল বাংলা ভিশনের মাধ্যমে প্রচারিত পুষ্টি সোয়াবিন তেল নিবেদিত এই অনুষ্টানে বাছাই পর্বে সিলেট বিভাগের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক অনুর্ধ ১৬ বছর বয়সী হাফিজগণ পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের এ বাছায়ে অংশ নেয়। এর মধ্য থেকে ৫ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। ইয়েস কার্ড প্রাপ্তরা ঢাকা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। অন্যান্য বছরের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জনকে যথাক্রমে ৩, ২ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও প্রথম ৪র্থ ও ৫ম শ্রেষ্ঠ হাফিজকে ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। মূল পর্বে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৬ষ্ঠ থেকে ২০ পর্যন্ত শ্রেষ্ঠ হাফিজদেরকে এক বছরের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। প্রধান মেহমনের বক্তব্যে পবিত্র কোরআনের আলোর চেয়ারম্যান প্রফেসর ড. মোক্তার আহমদ বলেন, আরবের অন্ধকারকে দূরীভূতি করে আলোর বিকিরণ করেছিল মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন। কুরআনের আলোতে গোটা সৃষ্টি জগতকে আলোকিত করাই হচ্ছে কুরআনের মূলমন্ত্র। বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে ক্বারী ও হাফিজগণ এদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে সমুন্বত করার পাশাপাশে দেশের অর্থনীতি অবদান রাখছেন। আন্তর্জাতিক ভাবে বিজয়ীদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখানো সময়ের দাবী। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার জন্য ক্ষুদে হাফিজদের প্রতি আহবান জানান।