সিলেটমঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জি কে গউছ

Ruhul Amin
এপ্রিল ৪, ২০১৭ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জি কে গউছ বলেছেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনীতি ও হবিগঞ্জবাসীর কাছ থেকে দূরে   রাখতেই আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পৌরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিল। ৭৩৯ দিন কারাভোগের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হয়ে আমি আবারো পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছিলাম। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমার পিছু ছাড়েনি। ১২ বছর আগে দায়ের করা মামলায় আমাকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। সেই মামলায় আবারো আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় আবারো আমি দায়িত্ব ফিরে পাবো। পৌরবাসীর সেবা করার সুযোগ পাবো। এজন্য আমি হবিগঞ্জ পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
বরখাস্ত হওয়া মেয়র গউছ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। অথচ এই ঘটনার সময় আমি আমার বৃদ্ধ পিতাকে নিয়ে পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কায় ছিলাম। এখন দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।’
তিনি আরো বলেন, ‘১২ বছর পর আমাকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় আসামি করা হয়েছে। অথচ আমি জীবনে কখনো সুনামগঞ্জে যাইনি।
তিনি প্রশ্ন রেখে বলেন, কার ইশারায় আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে? কার পরামর্শে হবিগঞ্জ পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে? হবিগঞ্জ পৌরবাসী তা উপলব্ধি করছেন। আর সে জন্যই পৌরবাসী শত প্রতিকূলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন।’
হবিগঞ্জবাসী অতীতে আমার সঙ্গে ছিলেন, আগামীতেও আমার সঙ্গে থাকবেন, আমি তা বিশ্বাস করি।’