রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে ২ মামলায় পালিয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা মো. জাকির হোসেন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ওসমানীনগর সংবাদদাতা

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায় মো. জাকির হোসেন সাজানো মামলায় হয়রানির শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রাণ ভয়ে তিনি দেশ ত্যাগী হয়ে পরিবার-পরিজন ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ছাত্রদল নেতা মো. জাকির হোসেন ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ৬জুলাই ওসমানীনগর থানায় দায়ের করা একটি মামলায় ছাত্রদল নেতা মো. জাকির হোসেনকে ৩নং আসামি করা হয়। ওই মামলায় মো. জাকির হোসেনসহ আরও ১০জনকে আসামি করা হয়েছে। ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও নাশকতার অভিযোগে ওসমানীনগর থানার এসআই আরাফাত হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-০৩। যেটির ওসমাননীনগর জিআর মামলা নং-৭৫/২০২৪। ধারা-দণ্ডবিধি ১৮৬০ এর ১২৪ক/১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩৪২/৪২৭। এই মামলায় সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ২০২৪ সালের ৭জুলাই মো. জাকির হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ছাত্রদল নেতা মো. জাকির হোসেনকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ। তাকে গ্রেফতার করার জন্য পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাড়িতে বারবার তল্লাশী চালায়।
এদিকে, ছাত্রদল নেতা মো. জাকির হোসেনের নামে ২০২৩ সালে ওসমানীনগর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। ওসমানীনগর উপজেলার সুরতপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে সাদিকুর রহমান বাদী হয়ে ১৫মে এই মামলাটি দায়ের করেন। মামলা নং- ০৬। যেটির ওসমানীনগর জিআর মামলা নং-৭৬/২০২৩। ধারা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ২০০২ এর ৪-৫। এই মামলায় মো. জাকির হোসেনকে ২নং আসামি করাসহ ১১জনকে আসামি করা হয়েছে। ২০২৩ সালের ৩ আক্টোবর সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত এই মামলায় মো. জাকির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই মামলার বাদী সাদিকুর রহমান আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। সাদিকুর রহমান এবং ছাত্রদল নেতা মো. জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা। সাদিকুর রহমানের দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো. জাকির হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সাদিকুর রহমানের ভয়ে মো. জাকির হোসেন আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে কোনো উপায় না পেয়ে ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ছাত্রদল নেতা মো. জাকির হোসেন বাড়িঘর ছেড়ে যুক্তরাজ্যে পালিয়ে যেতে বাধ্য হন।
ছাত্রদল নেতা মো. জাকির হোসেনের বয়োবৃদ্ধ পিতা আব্দুল হান্নান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। কিন্তু, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিশোধ পরায়ণ হয়ে ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূসর ও তাদের লালিত-পালিত পুলিশ বাহিনি এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে। তারা সুযোগ বুঝে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ঘায়েল করার চক আঁকছে। আমার ছেলে মো. জাকির হোসেন ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। আমার ছেলেকে তারা প্রাণে হত্যার পরিকল্পনা করেছে, তাই আমার ছেলে দেশে আসলে তার জানমালের নিরাপত্তার মারত্মক ঝুঁকি রয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews