সিলেটবুধবার , ৩ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

Ruhul Amin
মে ৩, ২০১৭ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইলের সার্জেন্ট প্রণব কুমার সরকার এ তথ্য জানান।

নিহতদের মধ্যে রয়েছেন গোপালপুর উপজেলার আছমা (২৫), শান্তা (২৫), ধনবাড়ির রহিম (৫৫), নারায়ণগঞ্জ জেলার নূরে-আলম (২৩), চন্দন (৩২)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রণব কুমার সরকার বলেন, ‘মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত জন মারা যান। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান সার্জেন্ট।