সিলেটবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজার পৌর নির্বাচনের গেজেট প্রকাশ

Ruhul Amin
মে ১৮, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ১০দিন পর আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করেছেন।
প্রকাশিত গেজেটে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুস শুকুরকে মেয়র হিসাবে উল্লেখ করা হয়েছে।
আগামী সপ্তাহের যেকোন দিন সিলেট বিভাগীর কমিশনার কাছে শপথ বাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়র মো. আব্দুস শুকুর দায়িত্বভারগ্রহণ করবেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।

তার সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলারবৃন্দও শপথবাক্য পাঠ করবেন।

এদিকে, গেজেট প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিয়ানীবাজার পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র মো. আব্দুস শুকুর।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা বহুল প্রত্যাশিত নির্বাচনে শেষ সময়ে ৩নং ওয়ার্ড খসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যকার সংঘর্ষে ব্যালট পেপার ছিড়ে ফেলার কারণে ঐ কেন্দ্রের ফলাফল বাতিল করেন সংশ্লিষ্টরা। এরপর গত ৮ মে স্থগিত হওয়া ঐ কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুস শুকুর মেয়র হিসাবে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৫০৮২। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. আবু নাসের পিন্টু ৩৮৯২ ও বর্তমান প্রশাসক তফজ্জুল হোসেন জগ প্রতীকে ৩৪৬২ ভোট পান।