সিলেটমঙ্গলবার , ২৩ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে এইডস আক্রান্ত ৮১০ জন, এক বছরে ২৪ জনের মৃত্যু

Ruhul Amin
মে ২৩, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেট বিভাগের চার জেলায় গত এক বছরে ২৪ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৩ জন ও শিশু ২টি। এ বিভাগে এইচআইভি ভাইরাস ও এইডসে আক্রান্ত ৮১০ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
এইচআইভি ভাইরাসে আক্রান্ত ও এইডস রোগীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘আশার আলো সোসাইটি’ এ তথ্য প্রকাশ করেছে। আশার আলো সোসাইটি’র সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. সুমন মিয়া বলেন, ‘এপ্রিল ২০১৭ পর্যন্ত সিলেট বিভাগে ৮১০ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাঁদের শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩২০ জন। গত বছরের মে মাস থেকে এ বছর ১ মে পর্যন্ত ২৪ জন মারা গেছেন।’

এদিকে, বাংলাদেশে এইচআইভিতে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৬০০ জন। এর মধ্যে ৭৯৯ জন মারা গেছে। শুধু ২০১৬ সালে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন এবং যার মধ্যে ১৪১ জন মারা গেছেন।