সিলেটরবিবার , ২৮ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের জন্য ভিজিএফ কার্ড আরও বাড়ানো হবে’

Ruhul Amin
মে ২৮, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদদাতা :

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ হাওরাঞ্চলের ফসলহারা ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনা করে ইতিমধ্যে সরকার ভিজিএফ চালু করেছেন,এই ভিজিএফ কার্ড আরো বাড়ানো হবে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্’র উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছে।বাঙালি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই চেষ্টা করছে সরকার। মধ্যপ্রাচ্যে গরু চরানো, মালয়েশিয়ায় পাম চাষ, লন্ডনে গিয়ে রান্নাঘরে কাজ করা কেবল নয়। আমরা উচ্চ শিক্ষিত জাতী তৈরি করতে চাই।মানুষের গড় আয়ু ৭০’এর স্থলে আমরা ৮০-৯০’এ আনার চেষ্টা করছি ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা দেশকে পাল্টে দিতে চাই, এটি সম্ভব হবে নতুন প্রজন্মের সহায়তায়।

জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো.বরকত উল্লাহ্,অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।