সিলেটশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরীর উদ্যোগে বিছানাপত্র বিতরণ

Ruhul Amin
জুলাই ১৪, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবুল হাসনাত শিহাবঃ

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর উদ্যোগে পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) এর অর্থায়নে উপজেলার প্রায় এক হাজার হতদরিদ্রদের মাঝে স্বাস্থসম্মত বিছানাপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সহযোগিতায় দলীয় কার্যালয়ে এ বিছানাপত্র বিতরণ করা হয়।

এসময় সাবেক সাংসদ মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, পিসব এর সদস্য সচিব ডা. মুহাম্মদ ইকবাল হোসেন, পিসব এর সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা ইমরান হোসাইন হাবিবি, উপজেলা জমিয়তের সাবেক সভাপতি শায়খ মাওলানা জমির উদ্দিন,

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতাউর রহমান, সহ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফখর উদ্দীন, মাওলানা মুতিউর রাহমান শাসননবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ,

সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, তরুণ সমাজকর্মী কবি আবু আসাদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইরশাদ খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, যুব জমিয়ত সভাপতি মাওলানা মাহিদুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আবু তাহের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিতরণ পূর্ব আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেছেন বিগত ২০২২ সালের প্রলয়ঙ্করী বন্যার সময় কয়েক দফায় পিসব আমাদের আসনের কয়েক হাজার মানুষের মাঝে প্রায় দুই কোটি টাকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছিলো।

এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থ সামাজিক কল্যানে তারা বারবার এগিয়ে আসছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা। তিনি আরো বলেন আমি আপনাদের সন্তান, সবসময় আপনাদের পাশে ছিলাম, বিগত দিনের মত আগামিতেও পাশে থাকবো ইনশা আল্লাহ। এই অনুদান ধারাবাহিক ভাবে শান্তিগঞ্জ উপজেলায়ও প্রদান করা হবে।