সিলেটশনিবার , ১৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটী নেতাদের দেখা দেননি প্রধানমন্ত্রী

Ruhul Amin
জুন ১৭, ২০১৭ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কথা থাকলেও সিলেটী নেতাদের সাথে দেখা দেননি প্রধানমন্ত্রী। তিন দিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টকহোম থেকে লন্ডন হয়ে শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।ঢাকায় ফেরার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতির কথা ছিলো। তবে বৈরি আবহাওয়ার কারনে সেটি বাতিল হয়।
ওই যাত্রা বিরতির সময় সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা ছিল শেখ হাসিনা। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলের নেতারা সকাল সাড়ে ৮টার আগেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ওসমানীতে যাত্রা বিরতি না করে সরাসরি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ফলে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীর সাথে দেখা না করেই ফিরে আসতে হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

এদিকে, ঢাকায় শাহজালাল বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

শুক্রবার দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্টকহোম থেকে লন্ডনে যাত্রা করেন শেখ হাসিনা। হিথ্রো বিমানবন্দরে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠেন তিনি।

স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর ছিল ইউরোপের এই দেশটিতে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম দ্বি-পক্ষীয় সরকারি সফর।

সফরে সুইডেনের রাজা কার্ল ষষ্ঠদশ গুস্তাভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।