সিলেটমঙ্গলবার , ২০ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে আল ইনসাফের খাদ্য সামগ্রী বিতরণ

Ruhul Amin
জুন ২০, ২০১৭ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এম আল আমিন, জামালগঞ্জ : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় আল ইনসাফ ইসলামী যুব সংঘ’র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাচনা বাজার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল ইনসাফ ইসলামী যুব সংঘ’র সহ সভাপতি হাজী কয়েছ আহমেদ আক্কাছ। সাধারণ সম্পাদক কাজী রশিদ আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল হাসেম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, সাচনা বাজার জামে মসজিদের ইমাম মাও. মজিবুর রহমান, মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের সভাপতি আলী আক্কাছ মুরাদ প্রমূখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আল ইনসাফ ইসলামী যুব সংঘ’র সাংগঠনিক সম্পাদক মাও. জহিরুল ইসলাম, জামালগঞ্জ প্রকাশনা পরিষদের সভাপতি আব্দুল আহাদ, মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আল আমিন, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের ধর্ম শিক্ষক মাও. রিয়াজ উদ্দিন, সমাজ সেবক আবুল কালাম আবেদীন, আল ইনসাফ ইসলামী যুব সংঘ’র সদস্য নয়ন আল আজাদ, সহ প্রচার সম্পাদক আবু বক্কর, ত্রাণ বিষয়ক সম্পাদক নাজমুল হুদা প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, আল ইনসাফ ইসলামী যুব সংঘ ২২ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন অসামাজিক ও ইসলাম বিরুদ্ধী কার্যকলাপে প্রতিবাদ করে আসছে। সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তাদের অবদান অনুষিকার্য। সংগঠনটি প্রতি বছর বিশাল আকারে ওয়াজ মাহফিল করে ইসলাম ও ন্যায়ের পথে মানুষকে আকৃষ্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই থানায় যোগদান করার পর থেকে মদ, জুয়া এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শক্ত হাতে ধমন করার চেষ্টা করে যাচ্ছি। এই সংঘটনটি মদ, জুয়া এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুচ্ছার বলে জেনেছি। তাই আমি আহব্বান করব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাকে সর্বাত্তক সহযোগীতা করলে জামালগঞ্জ উপজেলা থেকে চিরতরে অসামাজিক কার্যকলাপ বন্ধ কার সম্ভব হবে। এ ব্যাপারে আমি প্রতিজ্ঞা বদ্ধ। অপরাধী ছোট বড় যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় ধর্মী ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আল ইনসাফ ইসলামী যুব সংঘকে সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। উপজেলায় অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী ৫১০ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।