সিলেটমঙ্গলবার , ১১ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে ইউপি সদস্যের মৃত্যু : চেয়ারম্যানকে প্রধান আসামী করে মামলা

Ruhul Amin
জুলাই ১১, ২০১৭ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার তাজ উল্লা মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়েরের ৫দিন পর সোমবার রাতে অবশেষে অভিযোগটি মামলায় অর্ন্তভূক্ত হয়েছে। রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরকে প্রধান আসামি রেখে আরও দুইজনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত ৫জুলাই নিহতি ইউপি সদস্যের ছেলে ওয়াসিম আহমদ বাদি হয়ে বিশ্বনাথ থানায় এই অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- রামপাশা ইউপি চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান ও উপজেলার ধলিপাড়া গ্রামের মৃত তেরাব উদ্দিনের ছেলে আবুল কাশেম ও জমসেরপুর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে গেদু মিয়া।

প্রসঙ্গত, গত ৩ জুলাই উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও ইউপি সদস্য ইমাম উদ্দিনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার পর মধ্যস্থকারী ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যু হয়। পরদিন ৪ জুলাই মেম্বার তাজ উল্লার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।