সিলেটশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অপসংস্কৃতি প্রতিরোধে ইসলামি সংস্কৃতি চর্চার বিকল্প নেই :শাহীনূর পাশা চৌধুরী

Ruhul Amin
জুলাই ২৮, ২০১৭ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ‘দারুল আজহার মডেল মাদরাসা’ সিলেট ক্যাম্পাসের ৫০তম সাপ্তাহিক এসেম্বলীতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল, মাসিক তৌহিদী পরিক্রমার সম্পাদক এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন- সমাজ আজ নানাবিধ অপকর্মে জর্জড়িত ৷ নব্বইভাগ মুসলমানের বাংলাদেশের আকাশে অপসংস্কৃতির জয়জয়কার। ইসলাম ও মুসলমানদের ঈমানহারা করার চরম ষড়যন্ত্র চলছে পুরো দুনিয়ায়। এই পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখতে হবে। ব্যপাকহারে ইসলামি তাহজিব লালন করতে হবে ৷ অপসংস্কৃতি রোধে ইসলামি সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি চারপাশের সচিত্র নানান অসঙ্গতিপূর্ণ ঘটনা উল্লেখ করে বলেন ঐশী মার্কা নির্দয় ঘটনা দূরিকরণে মাতা পিতা ও শিক্ষকদের সচেতন হতে হবে ৷ কেননা, জনৈক মনীষী বলেছেন, কোনো জাতিকে ধ্বংস করতে হলে আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও ২৭ জুলাই বৃহষ্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে দারুল আজহার অডিটরিয়ামে আয়োজিত ‘ইসলামি সংস্কৃতি চর্চায় সাপ্তাহিক এসেম্বলীর ভূমিকা’ শীর্ষক সেম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সিলেট ক্যাম্পাসের অধ্যক্ষ, প্রথিতযশা ইসলামি চিন্তাবীদ, হাফেজ মাওলানা মনজুরে মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত এসেম্বলীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুদাররিস, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সচেতন রাজনীতিক, মাওলানা জয়নুল আবেদীন, দারুল আজহার মডেল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল হাসান, বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা ওলিউর রহমান।
মাদরাসার শিক্ষক ও সংস্কৃতি পরিচালক শাহিদ হাতিমীর সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও সংস্কৃতি ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমান নোমান, মাওলানা নাজিফুল হক, মাওলানা মিনহাজ উদ্দীন মিলাদ মাওলানা আবুল কলাম আজাদ প্রমুখ।এসেম্বলীর শুরুতে কালামেপাক থেকে তেলাওয়াত করে মুজাহিদুল ইসলাম। হাদিস পাঠ করে মাহদি হাসান মাহফুজ। আরবী ভাষায় বক্তৃতা প্রদান করে জুবায়ের আহমদ। ইংরেজি ভাষায় সংশ্লিষ্ট বিষয়ে সচেতনমূলক বক্তব্য রাখে আহমদ সালমান। সঙ্গীত পরিবেশন করে ইমরান আহমদ ও ফেরদাউস আহমদ। কৌতুক পরিবেশন করে সাঈদ আহমদ। অনুষ্ঠানকে মনোজ্ঞ করে তোলে ইসলামি ভাবধারায় তৈরি নাট্যগল্প। নাট্যগল্প পরিবেশন করে হোসাইন আহমদ ও জুবায়ের আহমদের নেতৃত্বে আল আজহার শিল্পীগোষ্টী।