সিলেটশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাবলিগের ব্যাপারে শীর্ষ আলেমদের বৈঠক অনুষ্ঠিত

Ruhul Amin
জুলাই ২৯, ২০১৭ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তাবলিগ জামাত ও তাবলিগের আমির মাওলানা সা’দ এর ব্যাপারে ঢাকায় উলামায়ে কেরামের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় দুপুর ১টা ৩০ মিনিটে।পরামর্শ সভায় অংশগ্রহণ করেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। বৈঠকে আলেমগণ ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও উপনীত হয়েছেন। বৈঠকে অংশগ্রহণ করেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমি, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, কাকরাইল মুরব্বি মাওলানা আবুল ফজল-এর ভাই মাওলানা আনাস, মুফতি শাহরিয়ার মাহমুদ, মুফতি আকরাম হুসাইন, মাওলানা শামসুল হক প্রমুখ।এছাড়াও সারা দেশের শীর্ষ মাদরাসার একাধিক প্রতিনিধিগণ এ বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
সূত্রে জানা যায়, শুরুতেই বৈঠকের যৌক্তিকতা বিশ্লেষণ করে বলা হয় তাবলিগ জামাত উলামায়ে দেওবান্দের পরিশ্রমের ফসল। হজরত মাওলানা ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দেরই সন্তান। শুরু থেকে দেওবন্দি উলামাগণ তাবলিগ জামাতের নেতৃত্ব দিয়েছেন। অভিভাবক হিসেবে কষ্ট করেছেন। ইলিয়াস রহ. তার বয়ান, বক্তৃতা ও তার প্রণীত মূলনীতিতে বলেছেন, আলেমগণের পরামর্শেই জামাত পরিচালিত হবে।কিন্তু তাবলিগ জামাতের বর্তমান আমির মাওলানা সা’দের কিছু বক্তৃতা ও কাজের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ আপত্তি জানায় এবং এ ব্যাপারে মাওলানা সা’দ-এর কাছে ব্যাখ্যা দাবি করে। কিন্তু তিনি সন্তোষজনক কোনো উত্তর দেন নি এবং নিজের বক্তৃতা প্রত্যাহারও করেন নি। ফলে দারুল উলুম দেওবন্দ তার ব্যাপারে পূর্ব ঘোষিত ফতোয়া বহাল রাখে।
সে প্রেক্ষিতে গত বছর ইজতেমার পূর্বে আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি দল তাবলিগের প্রধান কেন্দ্র কাকরাইল যান এবং মাওলানা সা’দ-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশে আমন্ত্রণ না করার আহবান জানান। তারা উলামায়ে কেরামকে মাওলানা সা’দকে না আনার ব্যাপারে আশ্বস্ত করেন। কিন্তু মাওলানা সা’দকে শেষ পর্যন্ত বাংলাদেশে আনা হয় এবং তাকে ইজতেমায় একাধিক বয়ানের সুযোগ করে দেয়া হয়।
ইজতেমা পরবর্তীতে আলেমদের একটি প্রতিনিধি দল আবারও তাবলিগি মুরব্বিদের সঙ্গে বসেন ঢাকার যাত্রাবাড়ীতে। তাদেরকে সঙ্গে চলমান সংকট নিয়ে আলোচনা করেন। তখন সিদ্ধান্ত হয় কাকরাইলের শুরা সদস্যগণ আলেমদের বক্তব্য জানার জন্য ‘ইস্তেফতা’ (ফতোয়া চাওয়া) করবে অর্থাৎ উলামায়ে কেরামের বক্তব্য ও তার যৌক্তিকতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে। এ ব্যাপারে উলামায়ে কেরামের যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা তারা মেনে নিবেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কাকরাইল ইস্তেফতা করে নি।তাদের ইস্তেফতার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া এবং এ ব্যাপারে জাতিকে সতর্ক করতেই আজকের এ জাতীয় পরামর্শ সভার আয়োজন বলে জানান আয়োজকগণ। দীর্ঘ আলোচনার পর উলামাগণ ৪টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।বৈঠকে আলেমগণ বলেন, ‘দারুল উলুম দেওবন্দ আমাদের সূতিকাঘর। দেওবন্দ উপমহাদেশের ইসলাম ও মুসলমানের নিরাপদ আশ্রয়। দেওবন্দের বক্তব্যই আমাদের বক্তব্য। দেওবন্দ যদি তার ব্যাপারে কোনো আপত্তি না করে আমাদেরও আপত্তি থাকবে না।’
তারা বলেন, তাবলিগ আমাদের কষ্টের ফসল। তাবলিগের ব্যাপারে আমাদের ক্ষেদ নেই। আমাদের কোনো ক্ষোভ নেই। তাবলিগের প্রতি আমাদের আন্তরিকতা ও ভালোবাসার কোনো অভাব নেই। আমরা চাই তাবলিগ জামাত এমনভাবে পরিচালিত হোক যেনো যুগ যুগ ধরে মানুষ আস্থার সাথে এ মহান দীনি খেদমতের যুক্ত থাকতে পারে। যেহেতু বহু সংখ্যক সাধারণ মানুষ তাবলিগের সাথে যুক্ত তাই আলেমদের দায়িত্ব এ জামাতের কাজের প্রতি লক্ষ্য রাখা। খবরদারি নয়; আলেমগণ অভিভাবক হিসেবে এর সংশোধ চান।

আল্লামা আশরাফ আলী বলেন, ‘উলামায়ে কেরামের অভিভাবকত্ব ছাড়া ইসলামের কোনো সহিভাবে চলতে পারে না। সুতরাং উলামায়ে কেরামকে পাশ কাটিয়ে যাওয়ার মানসিকতা পরিহার করতে হবে।’