সিলেটশনিবার , ১২ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুত্ব কার সঙ্গে করবেন বলে দিয়েছে কোরআন

Ruhul Amin
আগস্ট ১২, ২০১৭ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এহসান সিরাজ :: ‘বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’ এটি একটি কর্পোরেট কোম্পানির বিজ্ঞাপনী ভাষা। বছর কয়েক আগে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এর জোর প্রচারণা হয়েছিল। তারুণ্য উদ্বেলিত হয়েছিল। ওই স্লোগান আর শোনা যায় না কারও মুখে! ক’দিন আগে পালিত হল বন্ধু দিবস। বন্ধু এখন নতুন মোড়কে, এ সমাজে। জোর দিয়েই বলতে পারি পাঁচ-সাত বছর আগেও মিডিয়ায় বন্ধু দিবসের আলোচনা অতটা হয়নি। হঠাৎ করেই যেন বন্ধু দিবস আমাদের সমাজে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ-তরুণীর কাছে। বন্ধু দিবসের নামে তারুণ্য আবারও নিজেকে উজাড় করে দিতে চাইছে মুসলিম স্রোতের বিপরীতে! একশ্রেণীর মিডিয়া শেখাচ্ছে ছেলেমেয়ের অবাধ চলাফেরার নামই বন্ধুত্ব।

 

আসলে বন্ধু কাকে বলে, বন্ধুত্বের সংজ্ঞা কী? এর সুনির্দিষ্ট উত্তর দেয়া কঠিন। মানুষের রুচির মধ্যে যেমন পার্থক্য রয়েছে তেমনি তার রুচিবোধেও পার্থক্য রয়েছে। এক কথায় বলা যায়, যার রুচি যেমন তার দৃষ্টিভঙ্গিও তেমন। যে টাকার জন্য লালায়িত, তার কাছে প্রকৃত বন্ধু সে, যার মাধ্যমে সম্পদ উপাজর্ন করা যায়। কেউ মনে করেন বিপদের সময় যাকে কাছে পাওয়া যায় সেই প্রকৃত বন্ধু। আবার কেউ মনে করেন যার কথা শুনে আমি বেশি আনন্দ পাই সেই আমার প্রকৃত বন্ধু। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাকেও বন্ধুত্বের পরিচয় হিসেবে দেখেন অনেকে। কিন্তু এসব তো আমাদের নিজস্ব মানদণ্ড! অমাদের চাওয়া-পাওয়ার উদ্দেশ্য পূরণের সঙ্গে সম্পৃক্ত। সবই দুনিয়াবি হিসাব-নিকাশের বেড়াজালে আবদ্ধ। প্রকৃত বন্ধু কে, ইসলাম এ বিষয়ে কী বলে? বিষয়টি জানতে মুখোমুখি হয়েছিলাম দু’জন তরুণ আলেমের–

পুরান ঢাকার চানখাঁরপুল লেন চাঁন মসজিদের ইমাম ও খতিব এবং আসগরী বেগম দারুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইকরামুল হকের কাছে জানতে চেয়েছিলাম কোরআন বন্ধু নির্বাচনে কী বলে? তিনি বলেন, আল্লাহতায়ালা পবিত্র কোরআনের অনেক জায়গায় বন্ধু নির্বাচনে মানুষ কোন পদ্ধতি অবলম্বন করবেন সেটি বলে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ (সা.) মক্কায় দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তার চারপাশে অসংখ্য মানুষ ছিল, আপনজন ছিল, ভাই-বেরাদারও ছিল। তাদের সবাইকে পাশ কাটিয়ে আল্লাহতায়ালা যাদের বন্ধুরূপে গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন তা সূরা কাহাফের ২৮ নাম্বার আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে- ‘ধৈর্যের সঙ্গে আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকার্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশে ডাকে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না’

এ আয়াতে উপদেশ নয়, অনুরোধ নয় সরাসরি আদেশ করেছেন। প্রথমে তিনি প্রজ্ঞাপন জারি করলেন, ধৈর্য-সহ্যের সঙ্গে আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন। এরপর হুকুমের পাশাপাশি নিষেধাজ্ঞাও ঝুলিয়ে দিয়েছেন, ‘আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না’। তারা কারা যাদের থেকে দৃষ্টি ফেরাতে নিষেধ করেছেন? তারা হল, সকাল-সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকেন। রবের সন্তুষ্টি কামনা করেন। এটাই হল বন্ধুত্বের মানদণ্ড! দলবেঁধে শিকার করা নয়, মুভি দেখা, গান শোনা, মাউন্টট্রেকিং নয়, নয় সাইকেল অভিযাত্রা, আড্ডাবাজি নয়, আর্থিক সুবিধাপ্রাপ্তি নয়, ফেসবুক ফ্রেন্ড নয়।

অন্যত্র আল্লাহ বলেন- ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও’। [তাওবা- ১১৯]

খারাপ বন্ধুত্বের ভয়াবহতার কথা উল্লেখ করতে গিয়ে মহান আল্লাহ আরও বলেন, ‘জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। [ফুরকান-২৭,২৮]

এমন অনেক আয়াতে আল্লাহ মানুষকে বন্ধু বাছাইয়ের পদ্ধতি বাতলে দিয়েছেন।

রামপুরা থানা মসজিদের ইমাম এবং জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগরের মুহাদ্দিস, মুফতি মুহাম্মদ ইমরানের কাছে জানতে চেয়েছিলাম হাদিসের আলোকে বন্ধু নির্বাচন সম্পর্কে। তিনি বললেন- বন্ধু নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। হাদিসে বন্ধুত্ব গ্রহণ ও তার মর্যাদা সম্পর্কে বহু বাণী উল্লেখ করা হয়েছে। শুধু ধার্মিক, ধৈর্যশীল, পরোপকারী ব্যক্তিকেই বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধিগুলোর মধ্যে একটি হচ্ছে ‘হাবিবুল্লাহ’ অর্থাৎ আল্লাহর বন্ধু। শুধু এ শব্দটি দিয়েই বন্ধুত্বের গুরুত্ব ও উপকারিতা বুঝা যায়। এ জন্য হাদিসে বন্ধু নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। খারাপ বন্ধুর সংস্পর্শ ও বন্ধুত্বের জন্য কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। নেক বন্ধু ও বন্ধুত্বের জন্য আরশের ছায়ায় স্থান পাওয়া যাবে। খারাপ বন্ধুত্বের সম্পর্কের কারণে যারা দুনিয়াতে গর্ব করে, কিয়ামতের দিন সে সম্পর্ক শুধু নিষ্ফলই হবে না, বরং তা শত্রুতায় পর্যবসিত হবে।

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : ‘মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী নির্বাচন করবে না’। [তিরমিযি]

ইমাম জাফর সাদিক (রহ.) বলেছেন, ‘পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। মিথ্যাবদী, নির্বোধ, ভিতু, পাপাচারি ও কৃপণ ব্যক্তি।

হযরত আলি (রা.) ইরশাদ করেন : নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাক। সে তোমার উপকার করতে চাইলেও তাকে নিয়ে তোমার ক্ষতি হবে। [সাদাকাত]

সঠিক বন্ধু নির্বাচন করলে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাওয়ার ঘোষণা এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। (এর মধ্যে) ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে। [বোখারি]

হে যুবক! বন্ধু নির্বাচনের ক্ষেত্রে নিজের আবেগ, চাহিদা, স্বার্থ ইত্যাদী ত্যাগ করে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ধার্মিক, বুদ্ধিমান, পরোপকারী কাউকে বেছে নিন।

যেন দুনিয়ার সামান্য আবেগের কারণে পরকাল ধ্বংস না হয়ে যায়। আল্লাহ আমাদের কল্যাণের পথে রাখুন।