সিলেটবুধবার , ৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অং সান সুচি’র মধ্যে কি মানবিক গুণাবলী নাই?

Ruhul Amin
সেপ্টেম্বর ৬, ২০১৭ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চাট্টিখানি কথা নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘মালদ্বীপ ছোট দেশ। তারা পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে এভাবে সিদ্ধান্ত নেয়া চাট্টিখানি কথা নয়।’

 

মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বাংলাদেশ কেন করেনি, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী। এসময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘মিয়ানমার যা করছে এটা অমানবিক কাজ। মানবিক দিক বিবেচনা করে দুর্যোগকে ভাগাভাগি করে নিতে হবে। এই পরিস্থিতি সামাল দেওয়া একা আমাদের জন্য কঠিন।’

রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের আচরণকে অমানবিক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমরা মানবিক দিক থেকে বিষয়টি দেখছি। আমাদের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। এ নিয়ে বিশ্বকে এগিয়ে আসা উচিত। সব দেশ যদি রোহিঙ্গাদের ভাগাভাগি করে নেয়, তাহলে বাংলাদেশের ওপর চাপ কমবে।

শান্তিতে পুরস্কার পাওয়া অং সান সুচি’র কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই কি তার শান্তির নমুনা? তার মধ্যে কি মানবিক গুণাবলী নাই?’