সিলেটবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেরুজালেম ইসরাঈলের রাজধানী হতে পারেনা: জমিয়ত

Ruhul Amin
ডিসেম্বর ৭, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়নুল আবেদীন,ঢাকা থেকে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, মহাসচিব বাংলার মাদানী, আল্লামা নূর হোছাইন কাসেমী এক যৌথ বিবৃতিতে জেরুজালেমকে ট্রাম্পের ইসরাইলের রাজধানী ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। জমিয়ত নেতারা বলেন  জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস  মুসলমানদের প্রথম কেবলা।  মুসলমানদের পবিত্র স্থান হিসাবে পরিগণিত জেরুজালেম এহুদী রাষ্ট্র ইসরাঈলের রাজধানী হতে পারেনা। ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সমগ্র মুসলিমবিশ্বকে আঘাত দিয়েছে। টাম্পের এ প্রদক্ষেপ মুসলিম বিশ্বের সাথে বিদ্রুপ করার শামিল। টাম্প অনাধিকার চর্চা করেছেন। টাম্পের এ ঘাষনা তোনভাবেই মেনে নেওয়া যায় না।জেরুজালেম মুসলমানদের, জেরুজালেম ফিলিস্তিনের,  জেরুজালেম রক্ষায় বাংলার মুলমানরা সহ বিশ্ব মুসলিমকে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। জমিয়ত নেতারা  বিশ্বের ২য় বৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে ট্রাম্পের এ নোংরা অপরাজনীতির প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারকে আহবান জানিয়ে বলেন ফিলিস্তিনের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে বাংলাদেশকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।  জমিয়ত নেতারা আরো বলেন বাংলাদেশের মুসলমানদেরকে নিজে নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পাশে দাড়িয়ে জেরুজালেম উদ্ধরের জেহাদে শরীক হওয়া বতর্মান সমময়ের সব চেয়ে বড় দাবী।