সিলেটশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বক্তব্য প্রত্যাহার করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বল্লেন ফখরুল

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার দুই ছেলে- তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য মানহানিকর, মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি। অবিলম্বে এই ধরনের মানহানিকর মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে করে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   আজ শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

কম্বোডিয়া সফর সম্পর্কে অবহিত করতে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সৌদিতে খালেদা জিয়া ও তারেক জিয়ার বিশাল শপিংমল ও সম্পদ পাওয়ার খবর বিদেশ থেকে এসেছে। টাকা পাচার, মানিলন্ডারিং  বিএনপি এবং খালেদা জিয়ার ছেলেরা করেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য নির্ভর বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই তিনি এই অলীক অপপ্রচার করছেন। তিনি প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়া ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকি দেন বিএনপির এই নেতা। তবে বক্তব্য প্রত্যাহারের সময়সীমা বা কত দিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানান। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনিদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।