সিলেটবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে: আবুল মাল

Ruhul Amin
ডিসেম্বর ২১, ২০১৭ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন- বর্তমান সরকার দেশের সর্বস্তরের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। দেশে যেভাবে উন্নয়ন কাজ চলমান সেটি অব্যাহত থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে। এজন্য সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। ‘মীরের ময়দান- ব্লু বার্ড’ স্কুল বীর মুক্তিযোদ্ধা ডা. চঞ্চল রোড প্রশস্থকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় প্রশস্থ করা হলো সিলেট নগরীর ব্যস্ততম মীরের ময়দান- ব্লু বার্ড পর্যন্ত সড়ক। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সড়কটি প্রশস্থ করায় এখানকার ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। জনসাধারণ চলাচলে সুবিধা হবে।
তিনি বলেন- ডা. চঞ্চল রোড প্রশস্থকরণ কাজ শেষ হলে সুবিদবাজার পয়েন্ট থেকে পূর্বদিকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্থ করা হবে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর মীরের ময়দান পয়েন্টে সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এম মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, চেয়ারম্যান আশফাক আহমদ। এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রেজওয়ান আহমদ, ইলিয়াস আহমদ, আব্দুল মুহিত জাবেদ, রাজিক মিয়া, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।