সিলেটবুধবার , ৩ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় থেকে সৈকতে বাস পড়ে নিহত ৪৬

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচে সৈকতে পড়ে ৪৬ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। জীবিতদের উদ্ধারে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। খবর সিএনএন।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মৃতদেহগুলো বাসের ভেতরে এবং পাথুরে সৈকতে পাওয়া গেছে। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। পেরুর রাজধানী লিমার উত্তরে স্থানীয় সময় মঙ্গলবার ‘কুরভা দেল দিয়াবলো’ (শয়তানের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

একটি ট্র্যাক্টর বাসটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে বাসটি সৈকতে পড়ে পায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাস ও ট্র্যাক্টর উচ্চগতিতে রাস্তায় চলছিল।

এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে এক বিবৃতিতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।