সিলেটমঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, নিহত ১

Ruhul Amin
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 ডেস্ক রিপোর্ট:  যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে চোরাচালানিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ইব্রাহিম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুরের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বেনাপোলের খরিডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্নেল তারিকুল জানান, ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালালে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ইব্রাহিমের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩০০ থ্রিপিস জব্দ করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।