সিলেটবুধবার , ২৩ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল কিরাত মাদানিয়ায় মুফতি আবুল কালাম জাকারিয়া

Ruhul Amin
মে ২৩, ২০১৮ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট:

জামিয়া কাসিমুল উলূম দরগাহ সিলেটের  মুহতামিম, দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের প্রধান উপদেষ্টা মুফতি আবুল কালাম জাকারিয়া বলেন- রামাজান কুরআন নাজিলের মাস। এ মাসে বেশি করে কুরআনের চর্চা করতে হবে। মনে রাখতে হবে, কুরআনের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে, মহান আল্লাহ তাদেরকে সমাজে সম্মানিত করেছেন।
দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের প্রধান কেন্দ্র সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় চলমান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের বিশেষ প্রশিক্ষণ প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বোর্ডের মহাপরিচালক কারী মাওলানা হুমায়ূন কবীর বাবরের সভাপতিত্বে এবং প্রধান কেন্দ্রের পরিচালক হাফেজ মাওলানা মনজুরে মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কারী মাওলানা জাকারিয়া আল হাসান, কারী মাওলানা ইজাদুর রহমান, কারী মাওলানা জাকারিয়া আজাদ, কারী মাওলানা লুৎফুর রহমান, কারী মাওলানা নাজিফুল হক, কারী মাওলানা জুবায়ের আহমদ, কারী মাওলানা ইয়াসির আহমদ, কারী মাওলানা ইয়াসিন আহমদ, কারী মাওলানা কায়সান মাহমুদ আকবরী, কারী মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ।
সভাপতির বক্তব্যে কারী মাওলানা হুমায়ূন কবীর বাবর বলেন, রামাজানের শিক্ষাকে কাজে লাগাতে আমাদেরকে কুরআন চর্চার বিকল্প নেই। আসুন আমরা সহী শুদ্ধভাবে কুরআনে কারীম তেলওয়াতে অধ্যবসায়ী হই।