সিলেটরবিবার , ২৯ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের কার্ড ইস্যুতে নতুন উদ্যোগ ইসির

Ruhul Amin
জুলাই ২৯, ২০১৮ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিক কার্ড ইস্যুতে নতুন উদ্যোগ গ্রহন করায় অনলাইন গণমাধ্যমকর্মীদের অনেকেই কার্ড পাননি। নতুন এই উদ্যোগ গ্রহন করেছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনে এই প্রথমবারের মতো মিডিয়া সেল খুলা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রেস উইংয়ের একজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।

আগামী ৩০ জুলাইয়ের অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিউজ কাভার করার জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু করা হচ্ছে।

এ বিষয়ে সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক (সহকারী সচিব) মো. আশাদুল হক জানান, ‘অসাংবাদিক কেউ যেন কোনভাবেই সাংবাদিক কার্ড সংগ্রহ করে নির্বাচনে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য নির্বাচন কমিশন এ উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে কোন মোটরসাইকেল অনুমোদন দেয়া হবেনা। ৪-৫জন সাংবাদিক মিলে একটি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে হবে। এজন্য আবেদনের গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি জমা দিতে হবে।’

এই কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশন হতে সাংবাদিক কার্ড ইস্যুর যে আবেদন ফরম সরবরাহ করা হয়েছে তা যথাযথভাবে পূরন করে ও তাতে যে সব তথ্য ও ডকুমেন্ট চাওয়া হয়েছে সেসব তথ্য ও ডকুমেন্ট দিয়েই স্থানীয় সাংবাদিকদের কার্ড সংগ্রহ করতে হবে।’