সিলেটসোমবার , ২৯ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তিনি সাংগঠনিক!

Ruhul Amin
অক্টোবর ২৯, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’র কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে সারাদেশে ‘কর্মবিরতী’ পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রোববার সকাল নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে যান চলাচলে বাধাও প্রদান করছে শ্রমিকরা। তাদের বাধার মুখে পড়ছে অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবা প্রদানকারী যানবাহনও।

দুপুরে বিমানবন্দর বাইপাস এলাকায় অ্যাম্বুলেন্স আটকে দেয়। এসময় সেখানে থাকা দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদ এ ঘটনার ছবি তুলতে গেলে তার দিকে তেড়ে আসেন এক শ্রমিক। এসময় দাম্ভোক্তিও প্রদর্শন করে তার আইডি কার্ডও দেখতে চায় ওই ব্যক্তি। এছাড়া কেড়ে নিতে চায় তাই মোবাইল ফোনও। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর প্রতিউত্তরে অনেকেই বিভিন্ন মন্তব্যও করেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘‘এয়ারপোর্ট বাইপাসে অ্যাম্বুলেন্স আটকে দিয়ে খুব বীরত্ব দেখাচ্ছিলেন তিনি। মোবাইল তাক করছি দেখে তেড়ে আসলেন, বললেন তিনি নাকি ‘সাংগঠনিক’। হুমকি দিলেন মোবাইল কেড়ে নেয়ার। সে আবার আইডি কার্ড দেখতে চায়। পাল্টা জবাব সব দায়িত্ব কী আপনার? আরেকটু শক্ত হয়ে বললাম ‘উড়ে আসিনি’। সুর অবশ্য তখন কিছুটা থামছিল।’’

তার স্ট্যাটাসের নিচে কমেন্টে আলোকচিত্রী সাংবাদিক নুরুল ইসলাম বলেছেন, ‘এ ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই, মানুষের সাথে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’

ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী লিখেছেন- ‘রুখে দাঁড়াতে হবে।’

আনোয়ার হোসেন মিসবাহ লিখেছেন, ‘আস্কারা পেয়ে মাথায় চড়ে বসেছে।’

কবি ছড়াকার আবদুল বাসিত মোহাম্মদ লিখেছেন, ‘তারা লাইসেন্সবিহীন গাড়ি চালাবে, কাগজ ছাড়া গাড়ি চালাবে, ভুল করলেও বিচারের মুখোমুখি হতো হবে না — এটাই তাদের দাবি। মেনে নিলেই তো হয়!’

সাংবাদিক কাওসার চৌধুরী ও কামরুল ইসলামসহ অনেকেই কমেন্ট করেছেন।