সিলেটবুধবার , ৩১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিকল্প ধারার সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ২রা নভেম্বর

Ruhul Amin
অক্টোবর ৩১, ২০১৮ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: এবার বিকল্প ধারার সঙ্গেও সংলাপে বসছে আওয়ামী লীগ। আগামী ২রা নভেম্বর সন্ধ্যায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। গতকাল বিকল্প ধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সংলাপের আমন্ত্রণ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠান। পরে রাতেই সংলাপের আমন্ত্রণপত্র নিয়ে বি. চৌধুরীর বাসায় যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। দলটির নেতা হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন। হাছান মাহমুদ বলেন, বিকল্প ধারার সংলাপের আহ্বানে সাড়া দিয়ে ২রা নভেম্বর প্রধানমন্ত্রী বিকল্প ধারাকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

এরআগে বিকল্প ধারার একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনাকে লেখা বি চৌধুরীর চিঠি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতক কার্যালয়ে যায়। বিকল্প ধারার সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রউফ মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রতিনিধি দলে ছিলেন। তারা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের হাতে চিঠিটি দেন।
একই ধরনের আরেকটি চিঠি দেয়া হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। এটি দেন বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান। চিঠি পাঠানোর আগে বিকল্প ধারার সভাপতিমন্ডলীর বৈঠক হয়। বি চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, মুহম্মদ ইউসুফ, ওমর ফারুক উপস্থিত ছিলেন।