সিলেটশুক্রবার , ২ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে: কাদের

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৮ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ঐক্যফ্রন্টের সঙ্গে বহুল প্রতীক্ষিত সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘চাইলে ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে।’

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর ভিজিটর সেন্টারের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত সংলাপ অনুষ্ঠিত হয়। সাড়ে তিন ঘণ্টার মতো বৈঠকের পর বেইলি রোডের বাসায় গিয়ে ড. কামাল সংলাপে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও সংলাপে সন্তুষ্ট না হওয়ার কথা জানান। সংলাপ শেষে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, আমরা সংবিধানের বাইরে যাব না। চাইলে আরও আলোচনা হবে। ৮ নভেম্বরের পর যে কনো দিন ফের সংলাপ হতে পারে। এক্ষেত্রে আরও ছোট পরিসরে বসা যেতে পারে।

শুক্রবার সকালে শ্রীনগর উপজেলায় গিয়ে সেই কথার পুনরাবৃত্তি করেন ওবায়দুল কাদের। বলেন, ‘গতকাল সাড়ে তিন ঘণ্টা ধরে খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে। কেউ কেউ দুই-তিন বার বক্তব্য রেখেছেন। ভালো আলোচনা হয়েছে। তারা চাইলে আবারো আলোচনা হতে পারে। ব্যাপারটি তাদের সিদ্ধান্তের ওপর শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন। তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন। প্রধানমন্ত্রী বলছেন আমার দরজা খোলা।’

‘দূরত্বটা বহুদিনের। টানাপোড়েনের ক্ষেত্রে ২১ আগস্ট, ১৫ আগস্ট আছেই। সেনসিটিভ কিছু ইস্যু। বিএনপি আমলে ২১ আগস্টের মতো নৃশংস ঘটনা ঘটেছে, আইভি রহমানসহ ২২টি প্রাণ ঝড়ে গেছে। তারপরও আমরা কম্প্রোমাইজ করেছি। আমরা জানি, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে বর্বরোচিতভাবে সপরিবারে হত্যার কথা। সে হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছেন এবং যারা পঞ্চম সংশোধনী করে হত্যাকারীদের বিচার হবে না- এ রকম বিষয় অন্তর্ভূক্ত করেছিলেন সংবিধানে, তারপরও আমরা পলিটিক্স করি, একটি ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকা আবশ্যক। খালেদা জিয়ার সন্তান কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন সান্ত্বনা দিতে। কিন্তু খালেদা জিয়া দেখা করলেন না। শুধু দেখা না করাই নয়, মূল ফটক, ভেতরের দরজাও বন্ধ করে দিলেন। প্রধানমন্ত্রী অপমানজনকভাবে ফিরে এলেন। এতে সম্পর্কের তিক্ততা কোথায় গিয়ে পৌঁছাতে পারে?’

ওবায়দুল কাদের বলেন, ‘তারপরেও সংলাপের বিষয়ে আমরা আশাবাদী। বিরোধী দল কিভাবে রিঅ্যাক্ট করে এটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তাদের সাত দফার তিনটি বিষয়ে আমাদের কোনো বাধা-আপত্তি থাকবে না।’