সিলেটসোমবার , ১৮ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে জাল ভোট- ব্যালট ছিনতাই: সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

Ruhul Amin
মার্চ ১৮, ২০১৯ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ সংবাদদাতা::জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের তিরাশী গ্রামের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ও ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হামলার শিকার হয়েছেন দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে অন্তত পক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

জানাগেছে, বিকেল ৩টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী সজল কুমার সিংহ ও মাওলানা আব্দুস সবুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে দায়িত্বরতদের উপর হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, জাল ভোটকে কেন্দ্র করে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।