সিলেটবুধবার , ২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি: সিলেটে দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬৯৯

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আজ বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। দ্বিতীয় দিনে সিলেটে অনুপস্থিত ছিলো ২হাজার ৬শ’৯৯ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১লাখ ৩২হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষার্থীর ১লাখ ২৭ হাজার ৮৮০ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ১৮১ জন।

এবার সিলেট বোর্ডের অধিনে ১হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।

আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।