সিলেটমঙ্গলবার , ১৪ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তার হওয়ার দেড়ঘণ্টা পর জামিনে মুক্ত ছাত্রলীগ নেতা

Ruhul Amin
মে ১৪, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন গ্রেপ্তার হওয়ার দেড়ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছে।

এর আগে, দুপুরে নগরীর বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আগাম জামিন থাকায় থানায় নেয়ার দেড়ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

এদিকে সকালে ছাত্রলীগ নেতার শাস্তির দাবি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকালে ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী এক রোগীকে হাসপাতালে নিয়ে গেলে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে প্রাণনাশের হুমকি দেন। পরে, নিশাত ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।

এরপর গত শনিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে কলেজ কর্তৃপক্ষ। পরে গত রাতে ছাত্রলীগ নেতা সারোয়ারসহ আরো ৮-১০ জনকে আসামি করে পুলিশ সেটিকে মামলা হিসেবে নথিবদ্ধ করে।