সিলেটবুধবার , ২২ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মার্কেট মনিটরিংয়ে সিলেট চেম্বারের প্রতিনিধিদল

Ruhul Amin
মে ২২, ২০১৯ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতেও মার্কেট মনিটরিং করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি নেতৃবৃন্দ। এসময় তারা নগরীর কুমারপাড়া, নয়াসড়ক ও পূর্বজিন্দাবাজারে অবস্থিত কাপড়ের বিপনী বিতানসমূহ পরিদর্শন করেন।

পরিবদর্শনকালে সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, ‘প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরের পূর্বে কাপড়ের ব্যবসা জমজমাট হয়ে উঠে। এবছরও তার ব্যতিক্রম হবেনা বলে আমরা আশাবাদী।’

তিনি বলেন, ‘গত বছরের ধারাবাহিকতায় এবছর আমরা রমজানের আগে থেকেই মার্কেট মনিটরিং শুরু করি। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা দেখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট চেম্বার এ কর্মসূচী গ্রহণ করেছে।’

তিনি নয়াসড়ক, কুমারপাড়া ও পূর্বজিন্দাবাজারে অবস্থিত বিভিন্ন ছোট-বড় দোকান, শো-রুম, শপিং মল ইত্যাদি পরিদর্শন করে বেচা-কেনার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি আসন্ন ঈদকে সামনে রেখে কোন ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা সন্ত্রাসী কর্মকান্ড যাতে না ঘটে সেব্যাপারে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ জানান।

তিনি বিভিন্ন মার্কেট ও শো-রুমের সামনে যানবাহন নিয়ন্ত্রণ ও নিজ নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারকরণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কতোয়ালী মডেল থানা) মোঃ ইসমাইল হোসেন বলেন, ‘ব্যবসায়ী ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে সিলেটের পুলিশ প্রশাসন বিভিন্ন পর্যায়ে কাজ করছে। তিনি যেকোন বিরূপ পরিস্থিতির উদ্ভব হলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবগতকরণ ও নগদ অর্থ বহনে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য আহবান জানান।’

পরিদর্শনকালে সিলেট চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, পরিচালক আব্দুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, কুমারপাড়া, নয়াসড়ক এবং পূর্ব জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।