সিলেটরবিবার , ২৬ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আঠাশ হাজার টাকা জরিমানা

Ruhul Amin
মে ২৬, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়মের কারণে আঠাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার দুপুর ১২টায় নগরের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমাদা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, গরুর স্বাস্থ্য পরীক্ষা না করে জবাই করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে কয়েকটি ফলের দোকানকে আটারো হাজার টাকা জরিমানা করা হয়। ভ্

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বাস্থ্য সম্মত পণ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

এসময় পুলিশ বাহিনী সদস্যগণ ভ্রাম্যমান আদালতের পরিচালনায় সহায়তা প্রদান করেন।