সিলেটমঙ্গলবার , ৪ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদ নিরাপত্তায় নগর পুলিশের যত পরামর্শ

Ruhul Amin
জুন ৪, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তার জন্য কিছু পরামর্শ মেনে চলার নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আজ সোমবার (৩ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শের কথা জানিয়েছে এসএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে সিলেট মহানগরবাসীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পবিত্র ঈদ-উল-ফিতরে ব্যক্তি ও সম্পদের নিরাপত্তায় নিম্ন উল্লেখিত পরামর্শ সমূহ মেনে চলে জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হল।

  • ঈদগাহ মাঠের নিরাপত্তা:
    •  ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন।
    •  ঈদের জামায়াতের সময় অপরিচিত/দুষ্কৃতিকারী কেউ যেন বাসায় প্রবেশ না করে তা নিশ্চিত করুন।
    •  অপরিচিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাদ্য গ্রহণে সর্তক থাকুন।
    •  ঈদের জামায়াতের আশেপাশে ও ফুটপাতে বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সর্তক থাকুন।
    •  ঈদ উপলক্ষে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন।
    •  ঈদগাহ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তু না নেওয়ার জন্য সকলকে নিরুৎসাহিত করা হলো।
    •  নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে ঈদগাহ মাঠের প্রবেশ ও বাহির পথে নজরদারী রাখার ব্যবস্থা করতে হবে।
    •  ঈদগাহ মাঠের যানজট নিরসনকল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ মাঠ হতে দূরে পার্কিং এর জায়গায় রাখুন এবং প্রয়োজনে তালাবদ্ধ করুন।
    •  আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতা গ্রহণ করুন।

    বাসা/বাড়ির নিরাপত্তা:

    •  ঈদ উপলক্ষে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে আপনার বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন এবং বাড়ির মালিক ও কেয়ারটেকারকে অবহিত করুন।
    •  আপনার বাসা/অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন।
    •  দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন।
    •  মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন
    •  বাসায় গেট দরজা খোলা রেখে ঈদের নামাজ পড়তে যাবেন না।

    মার্কেট, শপিং মল, কার পার্কিং ও ব্যাংক লেনদেন বিষয়ে নিরাপত্তা:

    •  দোকান মালিকগন মার্কেট/শপিং মলে কোন নগদ অর্থ রাখবেন না।
    •  মার্কেট/শপিং মল ত্যাগের পূর্বে অবশ্যই নিশ্চিত হোন যে, আপনার প্রতিষ্ঠান যথাযথভাবে তালাবদ্ধ করা হয়েছে।
    •  স্বর্ণের দোকান, ব্যাংক, বীমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান হলে সিসিটিভি এবং এলার্ম স্কিম ব্যবহার করুন এবং নিশ্চিত হোন তা সক্রিয় রয়েছে।
    •  ব্যাংক থেকে উত্তোলন এবং টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন। প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নিন।
    •  মার্কেট/শপিং মলে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর বিশ্বস্ততা সম্পর্কে নিশ্চিত হোন।
    •  মার্কেট/শপিং মলের সকল চাবি নিজের কাছে রাখুন।
    •  গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন।
    •  মার্কেট কিংবা বিপণি বিতানে গমনের সময় দামি অলংকারাদি ব্যবহার থেকে বিরত থাকুন।
    •  পকেটমার, ছিনতাইকারী, প্রতারক ও দুষ্কৃতিকারী হতে সাবধান হোন।
    •  মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন।
    • মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে নিজেদের জেনারেটর ব্যবহারে অধিক তৎপর হোন।

    রাস্তা/যাত্রাপথে নিরাপত্তা:

    •  নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে টহল পুলিশের সহায়তা নিন।
    •  রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন।
    •  রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন।
    •  শেয়ার সিএনজি পরিহার করুন। শেয়ার সিএনজি ব্যবহার করলে আপনার টাকা এবং মূল্যবান সামগ্রীর ব্যাপারে সতর্ক থাকুন।
    •  সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন।
    •  রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু খাবেন না।
    •  যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সতর্কতা অবলম্বন করুন।
    •  মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
    •  ট্যাক্সি/অটোরিকশা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন এবং আপনার পরিচিত কাউকে এসএমএস করে দিন।
    •  যাত্রীদেরকে ট্রাকে করে ঈদ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হল।

    যানজট নিরসনে ট্রাফিক সচেতনতা:

    •  ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
    •  নির্দিষ্ট লেনে গাড়ি চালান।
    •  রাস্তার বিপরীত দিকে গাড়ি চালাবেন না।
    •  যত্রতত্র বাস ও সিএনজি থামাবেন না।
    •  যত্রতত্র গাড়ি ও সিএনজি পার্কিং করবেন না।
    •  প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
    •  হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান।
    •  মোটর সাইকেলে লুকিং গ্লাস ব্যবহার করুন।
    •  গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।

আপনার আকস্মিক বিপদের মুহুর্তে ৯৯৯ নম্বরে কল করুন । পুলিশকে তথ্য দিন এবং প্রয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তা নিন। এসএমপি কন্ট্রোল রুম (০৮২১৭১৬৯৬৮,০১৭৩৩৭৪৫৭৫,০১৯৯৫১০০১০০) সার্বক্ষণিক (২৪/৭) আপনার সেবায় নিয়োজিত।

সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করে।