সিলেটবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আঞ্জুমানের দস্তারবন্দী শুরু, প্রথম দিনে পাগড়ী পেলেন ২১০০ জন

Ruhul Amin
নভেম্বর ১০, ২০১৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: অাঞ্জুমানে তালিমুল কুরঅান বাংলাদেশের দু’দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন (১০ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে। সিলেট নগরীর দক্ষিণ সুমাস্থ গোটাটিকর আঞ্জুমান কমপ্লেক্স মাঠে বেলা ৩ টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। অাঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী। প্রথম দিনে মোট চারটি অধিবেশনে  সভাপতিত্ব করেন যথাক্রমে  আঞ্জুমানের সহ-সভাপতি মাওলানা শায়েখ আব্দুল ওয়াহহাব, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা ক্বারী আব্দুল জলিল গবিনপুরী, মাওলানা আনোয়ারুল হক।
কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী আবুল বাশার,সুনামগঞ্জ জেলা আঞ্জুমানের সহ-সভাপতি  মাওলানা ক্বারী তৈয়্যিবুর রহমান চৌধুরী (ভাইস চেয়ারম্যান) ও সহসেক্রেটারী ইনাম বিন সিদ্দীক ও কবি মীম সুফিয়ানের যৌথ উপস্থাপনায়
বিভিন্ন অধিবেশনে বয়ান পেশকরেন, আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী,হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়ের ক্বিরাআত বিভাগের প্রধান মাওলানা ক্বারী জহিরুল ইসলাম, মাওলানা ক্বারী আবুল বাশার, অধ্যক্ষ শায়েখ মিজানুর রহমান পীর সাহেব কাপাসিয়া, মুফতি সাইদ নুর ঢাকা, জামেয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির প্রমুখ।
প্রথম দিনে ১৪৩৩ ও ৩৪ হিজরীর পুরুষ ও বিগত ৫ বছরের ফারিগ মোট ৫ হাজার (পুরুষ-মহিলা)  ফুযালাদের মধ্যে বৃহস্পতিবার ২১০০জনকে সম্মাননা (পাগড়ী-ওড়না) প্রদান করা হয়। বাকিদের আজ শুক্রবার সম্মাননা প্রদান করা হবে। সম্মেলনে ঢাকা, চট্রগাম ও সিলেটের বিশিষ্ঠ ক্বারী ও শিল্পিদের মনোমুগ্ধকর পরিবেশনায় গোটা এলাকায় এক ভিন্নরকম আমেজ সৃষ্টি হয়। এদিকে,
শুক্রবার সমাপনী দিবস।
আঞ্জুমানের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে পাঁচ হাজার কারী’কে সম্মাননা স্বরূপ পাগড়ী ও নারীদের ওড়না প্রদান অনুষ্ঠানের সমাপনী দিবস। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের  আল্লামা আবুল হাসান আযমী, শেখ হুমুদ বিন আহমদ আল আহমারী সৌদিআরব, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী মালয়েশিয়া, তাফসীর পেশ করবেন- আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী, শায়খুল হাদীস আল্লামা খলিলুর রহমান বর্ণভী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, শায়খুল হাদীস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী, শায়খুল হাদীস আল্লামা মুহিবুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী, শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান, শায়খুল হাদীস আল্লামা জুবায়ের আহমদ ইন্দেশ্বরী, মুফতী সাঈদ নূর মানিকগঞ্জ, মুফতি আবুল কালাম জাকারিয়া, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ, মাওলানা মুহিউল ইসলাম বুরহান প্রমুখ।