সিলেটশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর এ সিদ্ধান্ত সংবিধানবিরোধী : ইশা ছাত্র আন্দোলন

Ruhul Amin
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:

ডাকসুর ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে প্রস্তাব দিয়েছে তা সংবিধানবিরোধী বলে দাবি করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এটিকে একটি অপরিণামদর্শী ও এখতিয়ারবহির্ভূত অতিউৎসাহী সিদ্ধান্ত অ্যাখ্যা দিয়ে তারা বলেন, এই অপরিণত সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন।

বিবৃতিতে তারা বলেন, ডাকসুর এ সিদ্ধান্তগ্রহণ বাংলাদেশের সংবিধানবিরোধী একটি পদক্ষেপ। বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নেই।

তারা আরও বলেন, ‘ধর্মভিত্তিক সংগঠন’ এই পরিভাষার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এই পরিভাষা ব্যবহার করে একটি পক্ষ ক্যাম্পাসে ইসলামী ছাত্ররাজনীতির নিষিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।