সিলেটশুক্রবার , ৮ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হোম কোয়ারেন্টিনে যুক্ত আরও ৮৬, মুক্ত হলেন ২৫৫ জন

Ruhul Amin
মে ৮, ২০২০ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৮৬ জন। এছাড়া ২৫৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন।

আর গত ২৪ ঘন্টায় আরও ২৫৫ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সিলেটের ২৫ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ১৪৮ জন ও মৌলভীবাজারের রয়েছেন ২৬ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৩০১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ২৭৮ জন।