সিলেটরবিবার , ৫ জুলাই ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওয়ান ব্যাংক ইসলামপুর- মেজরটিলা শাখায় মিলবে বৈদ্যুতিক প্রি-পেইড রিচার্জ

Ruhul Amin
জুলাই ৫, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
ওয়ান ব্যাংক লি. এর ইসলামপুর (মেজরটিলা) শাখায় বৈদ্যুতিক প্রি-পেইড কার্ড রিচার্জিং সেবা কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার ২জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ, সিলেট-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার এবং ওয়ান ব্যাংক, ইসলামপুর শাখার ব্যবস্থাপক, মোহাম্মদ ফুয়াদ চৌধুরী।

প্রকৌশলী অনিক সরকার বলেন, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় পিডিবি দেশব্যাপী প্রি-পেইড মিটার স্থাপন করছে। এর ফলে বিদ্যুতের ব্যবহারকারীরা বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারছে এবং অপচয়ও কমে এসেছে। প্রি-পেইড কার্ড রিচার্জ সেবা কার্যক্রম শুরু করার জন্য তিনি ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ওয়ান ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফুয়াদ চৌধুরী
সিলেট রিপোর্টকে বলেন, ওয়ান ব্যাংক শুরু থেকে জনগন ও গ্রাহক বান্ধব সেবাসমূহ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ওয়ান ব্যাংক ইসলামপুর শাখায় এই সেবা চালু করল। তিনি আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিয়ে ওয়ান ব্যাংক সবসময়ই পিডিবি, জনগন ও গ্রাহকের সাথে থাকবে।
বৈদ্যুতিক প্রি-পেইড কার্ড রিচার্জিং পদ্ধতি বিস্তারিত উপস্থাপনা করেন পিডিবি এর প্রকৌশলী মনজুর মুরশেদ।