সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১
সিলেট রিপোর্ট :
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুলহাদিস বালিকা মাদরাসায় আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।
বৃহত্তর সিলেটে করোনা বৃদ্ধির কারণে অক্সিজেন সিলেন্ডারের বেশ অভাব দেখা দিয়েছে। সৈয়দপুর থেকে সিলেট আসার রাস্তাগুলো অত্যন্ত খারাপ। ফলে দেখা যায় সৈয়দপুর থেকে সিলেট পৌছতে পৌছতে অনেক রোগির অবস্থা খারাপ হয়ে যায়। তাই সৈয়দপুর গ্রামে সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুলহাদস মাদরাসায় ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে ব্যবস্থাপক সৈয়দ মবনু
। আপাতত আমরা দুটি অক্সিজেন সিলেন্ডার দিয়ে সৈয়দপুর গ্রামে সার্ভিস দিতে চেষ্টা করবো। ইনশাল্লাহ, পরবর্তীতে সম্ভব হলে এম্বুলেন্স সহ আরও কিছু সার্ভিসের ব্যবস্থা হবে। এই কাজকে আল্লাহ তাঁর রেজামন্দি এবং মুরদেগানদের মাগফেরাতের জন্য কবুল করুন।
আয়োজনে ;
সৈয়দ মবনু-
মুতাওয়াল্লী
সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুলহাদিস বালিকা মাদরাসা, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
মোবাইল ;০১৭১৫৫২৫১৪২
*
বিস্তারিত ব্যবস্থার জন্য যোগাযোগ করুন ;
হাফিজ মাওলানা মুহিবুর রহমান
নির্বাহি মুহতামীম অত্র মাদরাসা
01719238223
সৈয়দ মারুফ আহমদ
শুরা সদস্য অত্র মাদরাসা
01712190793
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com