সিলেটরবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে জামালগঞ্জে রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ruhul Amin
নভেম্বর ২১, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অপরাজিতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য নারী নেত্রী বীনা রানী তালুকদার। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতা প্রকল্পের জামালগঞ্জ উপজেলা সমন্বয়কারী ইকবাল হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আ:মালিক, বিএনপি নেতা মো নাজিম উদ্দিন, উপজেলা আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, আ’লীগ নেতা মো:রিয়াজ উদ্দিন, সমাজকর্মী আলীনূর, জাতীয় পাটির উপজেলা সাংগঠনিক সম্পাদক এম.আল-আমিন।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারী নেত্রী শাহানা আল-আজাদ, সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা তাহমিনা আক্তার,
নারীনেত্রী আয়েশা সিদ্দিকা, মাজানা ইসলাম শিবনা, হোসনেয়ারা বেগম, জোছনা বেগম, স্বাধীন আক্তার, রাবেয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ঘোষিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর আলোকে দেশের বিভিন্ন উন্নয়ন কাণ্ডে ও রাজনৈতিক দলে নারীদের ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি করার আহ্বান জানান। উপস্থিত রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ পরবর্তী কাউন্সিলে বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রদান করেন।
##