আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২২ ফেব্রুয়ারি বুধবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হাল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগর বায়তুলমাল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাজিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামীম, মাদ্রাসা বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, শায়খুল হাদিস জোন সভাপতি আব্দুর রাহিম, মুহিব আজিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, ২১শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয় বরং আমাদের চেতনার বীজমন্ত্র। ১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম, জব্বার, বরকত সহ অসংখ্য তরুণ ভাষার প্রেমে উজ্জীবিত হয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই সাথে ভাষা আন্দোলনকে তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তমদ্দুন মজলিস।
ভাষা আন্দোলনের অন্যতম দাবী ছিলো দেশের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো যে, ভাষা আন্দোলনের সেই দাবীর সিকিভাগও আজ বাস্তবায়িত হয়নি। আজও সমাজের সকল স্তরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি খোদ হাইকোর্টও মামলা মোকদ্দমায় রায় দেয় ইংরেজি ভাষায়। অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় পর্যায় এখনও ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়।
ভাষা আন্দোলনের ৭১তম বর্ষে আমাদের স্পষ্ট দাবী হচ্ছে, সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে। অফিস,আদালতের দাপ্তরিক ভাষা হবে একমাত্র বাংলা। ছাত্র মজলিসকে এ দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে।