সিলেটবুধবার , ২৫ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক’র সাথে ইমাম সমিতির বৈঠক

Ruhul Amin
জানুয়ারি ২৫, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সাথে এক মতবিনিময় সভা করেছেন। তেলাওয়াত সম্মেলন সফলের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

মতবিনিময় কালে জেলা প্রশাসক বলেন, নিজের মেধা বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিটি বিষয়ে প্রতিযোগিতা থাকলে এদেশকে এগিয়ে নেয়া সম্ভব। পবিত্র কুরআনের প্রতিযোগিতার মাধ্যমে যারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে, তাদেরকে ইমাম সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া অত্যন্ত আনন্দের বিষয়। এ সংবর্ধনা ও তেলাওয়াত সম্মেলনের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক মানের হাফিজ সৃষ্টি হবে।

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ইমাম সমিতির নেতৃবৃন্দ এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী।

ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান শাহজাহান, কোষাধ্যক্ষ মাওলানা ক্বারী শহীদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

এছাড়াও ইমাম নেতৃবৃন্দ সিলেট নগরীর প্রায় সবকটি মাদরাসায় দাওয়াতী অভিযান পরিচালনা করেন। মাদরাসার দায়িত্বশীলবৃন্দ তেলাওয়াত সম্মেলন সফলের জন্য সার্বিক সহযোগিতা ও সফলতার আশ্বাস প্রদান করেন।