শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ট্রাম্পের হুমকির জবাবে আফগানিস্তান: স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা আমাদের অগ্রাধিকার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে আফগানিস্তানের বর্তমান শাসনক্ষমতা ইমারাতে ইসলামিয়া জানিয়েছে, দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অতীতের ব্যর্থ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাস্তবসম্মত নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

শনিবার এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাগ্রাম বিমানঘাঁটি ফেরত না দেয় তবে অচিরেই নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন, “বাগ্রাম ঘাঁটি হারানো উচিত হয়নি, আমাদের পরিকল্পনা ছিল এটি ধরে রাখার। এখন আলোচনা চলছে এবং আমেরিকা দ্রুতই ঘাঁটিটি ফিরে পেতে চায়।”

এ বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে শুরু থেকেই স্পষ্ট করা হয়েছে—আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তাদের মূল লক্ষ্য।

দোহা চুক্তির প্রসঙ্গ টেনে তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছিল যে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কখনো শক্তি বা হুমকি ব্যবহার করবে না এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তাই আমেরিকার প্রতি সেই প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থ অভিজ্ঞতা ছিলো সুস্পষ্ট। তাই আগের ভুলের পুনরাবৃত্তি না করে যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে নীতি গ্রহণই হবে আমেরিকার জন্য কল্যাণকর।

তালেবান সরকার স্পষ্ট করেছে, শরিয়াহর নীতির আলোকে তারা ভারসাম্যপূর্ণ ও অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে। সব দেশের সঙ্গেই তারা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews