সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় যে, আফগানিস্তানে নারীদের লেখা সব বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিসিয়াল নির্দেশনা বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র সামনে আসে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, শরিয়াহ ও রাষ্ট্রীয় নীতির পরিপন্থি মোট ৬৭৯টি বই নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে নারী লেখকদের প্রায় ১৪০টি বই থাকলেও, কেবল নারী হওয়ার কারণে কোনো বই নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধের একমাত্র মানদণ্ড হলো—বইয়ের বিষয়বস্তু শরিয়াহ ও ইমারাতে ইসলামিয়ার নীতির সাথে সাংঘর্ষিক হওয়া।
গত ২৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে দুটি আলাদা চিঠি পাঠায়।
প্রথম চিঠিতে জানানো হয়—৬৭৯টি বই নিষিদ্ধ করা হয়েছে এবং এসব বই আর বিশ্ববিদ্যালয়ে পড়ানো যাবে না, গবেষণায় উদ্ধৃত করা যাবে না কিংবা ব্যবহার করা যাবে না। সিদ্ধান্ত কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।
দ্বিতীয় চিঠিতে নির্দেশ দেওয়া হয়, পাঠ্যসূচি থেকে ১৮টি বিষয় বাদ দিতে হবে। এর মধ্যে রয়েছে—আফগান সংবিধান, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সমাজবিদ্যা, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, মানবাধিকার ও গণতন্ত্র, সংবিধান বিশ্লেষণ, জেন্ডার–সমতাভিত্তিক চাকরির বৈচিত্র্য, জেন্ডার কমিউনিকেশন ও জনসংযোগে নারীর ভূমিকা ইত্যাদি। মন্ত্রণালয়ের মতে, এসব বিষয়ের পাঠ্যসামগ্রীর বহু অংশ শরিয়াহ ও রাষ্ট্রীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক।
উল্লেখ্য, কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম শিক্ষা মন্ত্রণালয়ের রিভিউ কমিটির একজন সদস্যের বক্তব্য উদ্ধৃত করে দাবি করেছে—নারীদের লেখা সব বই নিষিদ্ধ করা হয়েছে। অথচ অফিসিয়াল নির্দেশনায় এমন কোনো কথা নেই। ফলে বোঝা যায়, খবরটি আংশিক সত্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে।
সার্বিকভাবে দেখা যাচ্ছে, আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নারী লেখকদের প্রতি কোনো বিশেষ পদক্ষেপ নয়; বরং শরিয়াহ–বিরোধী বিষয়বস্তু অপসারণের অংশ হিসেবেই এসব বই নিষিদ্ধ করা হয়েছে।