সিলেটশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের মাথায় হাত,তলিয়ে গেছে নলুয়ার হাওর

Ruhul Amin
এপ্রিল ১, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

কামরুল ইসলাম মাহি,জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করার খবর পাওয়াগেছে। এতে  কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হাহাকার। কৃষকরা জানিয়েছেন ভোররাতে শালিকা ও ডুমাখালি বেড়িবাঁধ এলাকা দিয়ে নলুয়ার হাওরে পানি ঢুকে হাওরের আধা পাকা ফসল তলিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল থেকে কৃষকরা প্রানপণ প্রচেষ্ঠা চালালেও শেষ রক্ষা করতে পারেননি তাদের কষ্টার্জিত ফসলের। কৃষকদের অভিযোগ এবার হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণে পাউবোর পর্যাপ্ত বরাদ্দ না দেয়ায় অনেক ঝুকিপূর্ণ স্পটে মাটি ফেলা হয়নি। এছাড়াও বরাদ্দকৃতঅর্থের সিকিভাগ কাজ না হওয়ায় অকাল বণ্যা কিংবা পাহাড়ি ঢল আসার আগেই শালিকা ও ডুমাখালি বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে। পিআইসি কমিটির সভাপতি সুরাজ মিয়া মেম্বারের বিরুদ্ধেও কৃষকদের বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেছেন কৃষকরা।এছাড়াই ওই এলাকায় পাউবোর ঠিকাদারের নুর ট্রেডিং বাঁধ নির্মাণে যৎ সামান্য কাজ করায় বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পানি উন্নয়ণ বোর্ডের মাঠে কর্মকর্তা এক কর্মকতা জানান, ট্রেডিং ও সুরাজমেম্বারের স্পর্টে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করলেও বাঁধমেরামতের সর্বশক্তি চালানো হচ্ছে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া নলুয়ার হাওরতলিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন হাওরে কৃষকদের মধ্যে হাহাকার ও কান্না দেখা দিয়েছে, তাদের আর্তনাদে। মজিদপুর গ্রামের ব্যাবসায়ী এমদাদুর রহমান সুমন জানান আমাদের গ্রামের প্রায় ৭০/৮০ টি  কৃষক পরিবারের ধান পানিতে তলিয়ে নিয়েছে, তারা এখন আসহায় হয়েগেছে।