সিলেটবৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল আজহার মডেল মাদরাসায় ৪৯তম সাপ্তাহিক এসেম্বলী সম্পন্ন

Ruhul Amin
জুলাই ২০, ২০১৭ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের ৪৯তম সাপ্তাহিক এসেম্বলী ১৯জুলাই বৃহষ্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ উপলক্ষে নির্বাচিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ হাফেজ মাওলানা মনজুরে মাওলা বলেন— শিশুরাই আমাদের আলোকিত ভবিষ্যৎ ৷ জন্ম নিবন্ধন একটি গুরুত্বপুর্ণ বিষয় ৷ এটা শিশুদের অধিকার ৷ শিশুকে তার পৈত্রিক ও মাতৃক পরিচয় বহনের জন্য জন্ম নিবন্ধন একটি রক্ষাকবচ। জাতিসংঘের শিশু অধিকার সনদের অনুচ্ছেদ ৭ অনুযায়ী “শিশুর জন্মগ্রহণের পর জন্ম-নিবন্ধন করতে হবে । জাতীয়তা অর্জন, নামকরণ এবং পিতামাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হবার অধিকার আছে ।”
প্রাণবন্ত অনুষ্ঠানে গুরুত্বপুর্ণ এ বিষয়ে তিনি আরো বলেন- ১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারী করে। কালের পরিক্রমায় ১১৮ বৎসরে ভৌগোলিক, রাজনৈতিক ও সেই সঙ্গে আইনের নানান পরিবর্তন সত্ত্বেও দেশের তাবৎ মানুষ জন্ম নিবন্ধনের আওতায় না আসায় ২০০১-২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ২৮টি জেলায় ও ৪টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুনভাবে আরম্ভ হয়। এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালের আইন রদ ও রহিত করে সরকার ২০০৪ সনের ৭ ডিসেম্বর ২৯ নং আইন অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ প্রবর্তন করে। আইনটি ২০০৬ সালের ৩ জুলাই হতে কার্যকর হয় ৷
.
এসেম্বলীতে সভাপতির বক্তব্যে দারুল আজহার মডেল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান আলোকপাতকৃত বিষয়ে ইসলামী দৃষ্ঠিকোন তোলে ধরে দেশের সকল অভিভাবকদের জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা অনুভব করত সবাইকে সচেতন হবার আহবান জানান ৷
মাদরাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান নোমানের সঞ্চালনায় পরিচালিত এসেম্বলীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাজিফুল হক, শাহিদ হাতিমী, সংস্কৃতি ব্যক্তিত্ব মাওলানা আবুল কলাম আজাদ ৷
এসেম্বলীর শুরুতে কালামেপাক থেকে তেলাওয়াত করে মুজাহিদ আহমদ ও রোহামা বেগম ৷ হাদিস পাঠ করে সাদী ফারুকী ও নাজিফা তাইবা ৷ এরপর আসনগ্রহন করেন সম্মানিত অতিথিবৃন্দ ৷ আরবী ভাষায় বক্তৃতা প্রদান করে আহমদ সালমান ৷ বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করে মাহাদিস আলম মাহফুজ ও নাদিয়া বেগম ৷ ইংরেজি ভাষায় সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখে তাওহীদ আহমদ ৷ আয়োজকদের সচেতনতা, সঞ্চালকের ঘোষণা পাঠ, অতিথিগণের আলোচনা ও আল আজহার শিল্পীগোষ্টীর সদস্য কণ্ঠশিল্পী ফেরদাউস আহমদ এবং আহসান আলীর বিমুগ্ধ সংগীত পরিবেশন ব্যতিক্রমী এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে ৷