সিলেটশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের ৯ বিচারক পদোন্নতি পেলেন

Ruhul Amin
আগস্ট ১১, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ বা সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি দিয়েছে সরকার। তন্মধ্যে সিলেট বিভাগের তিনটি জেলার ৯ জন বিচারক রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। তবে পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলেই থাকার কথাও আদেশে বলা হয়েছে।

সিলেট বিভাগের যেসব বিচারক পদোন্নতি পেয়েছেন, তারা হলেন- সিলেটের সহকারী জজ এ.কে.এম. রকিবুল হাসান, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকী, সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল হায়দার, সিলেটের সহকারী জজ শ্যাম কান্ত সিংহ ও সিলেট (প্রেষণে) বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) সুবর্না সিন্হা।

সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবু আমর, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জেরিন সুলতানা ও সহকারী জজ মুহাম্মদ জালাল উদ্দিন। এবং হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।