সিলেটশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এষণা সাহিত্য- ফোরামের প্রশিক্ষণ সম্পন্ন

Ruhul Amin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট:জৈন্তাপুর উপজেলায় ‘এষণা সাহিত্য সাংবাদিকতা ফোরাম” র উদ্দ্যোগে ৭ সেপ্টেম্বর স্থানীয় দরবস্ত আল মনসুর মাদরাসায়  দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- লার্নিং ভার্সিটি সিলেট’র প্রভাষক,মাও. শাহ মোহাম্মদ  নজরুল ইসলাম, বহু ভাষাবিদ মাওলানা মাহবুব সিরাজি, এষণা সাহিত্য- ফোরামের উপদেষ্টা, জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম এর  মোহতামিম মাও.আব্দুল জাব্বারের সভাপতিত্বে , আল  আমিন হাসান নাহিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এষণা’র অন্যতম উপদেষ্টা ও  দারুল উলুম কানাইঘাট এর মুহাদ্দিস মাওলানা মুবাশ্বির অালী ।এছাড়া বক্তব্য রাখেন, জামেয়া গওহরপুর’র মুহাদ্দিস হযরত মাও. মুজিবুর রহমান   হা. মাও তৈয়্যিব , সৌদি প্রবাসী, লামনীগ্রাম মাদরাসার শিক্ষাসচিব মুফতি ইলিয়াস, গ্রন্থপ্রণেতা হাফিজিয়া বহরগ্রামের শিক্ষক  মাও. হাবিবুল্লাহ দুর্লভপুরি, ঢাকা মুসলিমবাগ’র সিনিয়র মুহাদ্দিস মাও. রেজাউল কারীম, মাও. আব্দুল মতিন,মাও মুহসিন উদ্দিন, মাও আমিনুল ইসলাম। প্রশিক্ষণার্থী  হাফিজ মাশহুদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিদায়ী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন   অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল মুরছালীন রুহেল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক শোয়েব উদ্দিন , মাও বদর উদ্দিন বদর, মাও. উবায়দুল্লাহ দরবস্তি, মাও. আব্দুল্লাহ প্রমুখ। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে  বলেন সাহিত্য- সাংবাদিকতার চরম উৎকর্ষের এ-যুগে, সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হলে সাহিত্য চর্চা ও অনুশীলন একান্ত জরুরী।এষণা পরিবার যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রসংসার দাবিদার।