Sylhet Report | সিলেট রিপোর্ট | বিপিএলে সবার উপরে সিলেট
শুক্রবার, ১০ নভে ২০১৭ ১২:১১ ঘণ্টা

বিপিএলে সবার উপরে সিলেট

Share Button

বিপিএলে সবার উপরে সিলেট

সিলেট রিপোর্ট:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের সিলেট পর্ব শেষ হলো বুধবার। সিলেটে সর্বমোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। আর অন্য ছয়টি দল খেলেছে ২টি করে ম্যাচ।

নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিলেট।

সিলেট চার ম্যাচ খেললেও অন্য দলগুলো ২টি করে ম্যাচ খেলেছে। গত আসরের রানার-আপ রাজশাহী কিংস বাদে সকলেই ১টি করে জয়ের স্বাদ নিয়েছে। তাই ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভাইকিংস, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের পয়েন্ট সমান ২ করে।

রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে ডায়নামাইটস। সিলেট পর্বে কোন ম্যাচ জিততে না পারায় শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রাজশাহী।

এই সংবাদটি 1,945 বার পড়া হয়েছে

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com