সিলেটবুধবার , ১০ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

Ruhul Amin
জানুয়ারি ১০, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের ওসমানীনগরে গত সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওসমানীনগর থানার এসআই বাদল বাদী হয়ে অজ্ঞাতনামা দেড়শ’ জনকে আসামী করে (মামলা নং-২) মামলাটি দায়ের করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে তাজপুর ডিগ্রি কলেজ ছুটির পর সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সমর্থিত ছাত্রলীগের হাম্মানের সাথে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত ছাত্রলীগ কর্মি মনজুরের সাথে গায়ে ধাক্কা লাগা নিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কলেজে সংঘর্ষ হলে এ সময় মনজুর আহত হয়। এ ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে ছাত্রলীগের আনোয়ার সমর্থককরা সংঘবদ্ধ হয়ে লাটিসোটা নিয়ে তাজপুর বাজারে শফিক চৌধুরী গ্রুপের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের ব্যবসা প্রতিষ্ঠান অয়ন ড্রাগ হাউস ও তার মার্কেট ভাংচুর করে।

দুপুর আড়াইটার দিকে উভয় গ্রুপ শক্তি বৃদ্ধি করে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় উভয় গ্রুপের প্রায় ২০জন আহত হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান-চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতে পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।