সিলেটসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘সিলেটের ইলমী জোন’ হচ্ছে খাদিমপাড়া

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট অঞ্চলের ‘ইলমী জোন’ হিসেবে পরিচিতি লাভ করছে শহরতলীর খাদিমপাড়া ইউনিয়ন। জানাগেছে, সিলেট সদর উপজেলার ৪ নং খাদিপাড়া ইউনিয়নেই ৪৬ টি কওমী মাদরাসা বিদ্যমান। তন্মধ্যে পুরুষ দাওরায়ে হাদীস ৬টি এবং মহিলা টাইটেল মাদরাসা ১টি। এসব প্রতিষ্ঠানের সাথে নতুন করে যোগ হচ্ছে-উচ্চতর গবেষণা মুলক প্রতিষ্ঠান জামেয়াতুল খায়ের আল ইসলামিয়া। প্রতিষ্ঠানটি বর্তমানে উপশহরের একটি ভাড়া নেয়া বাড়ী থেকে পরিচালিত হচ্ছে। উচ্চতর গবেষণামূলক ইসলামি প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট’ এর স্থায়ী ভবন র্নিমিত হচ্ছে। সিলেট শহরতলীর তামাবিল রোডে, হযরত শাহ সুন্দর (র)এর মাজারের সন্নিকটবর্তী এলাকা চৌধুরী পাড়ায় জামেয়ার স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি ক্রয় করা হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে সেখানে এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ইউরোপের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন্তাকিম সহ জামেয়ার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মুফতি আতাউর রহমান, দক্ষিণ কাছ মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম কাসেমী, জামেয়ার আরবী প্রভাষক মাওলানা বদর বিন ইসহাক,মুফতি জমির উদ্দীন, সাহিত্য সাংবাদিকতা বিভাগের প্রধান কবি মুসা আল হাফিজ, জামেয়ার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুক্তাদির, মুফতি ফখরুল হাসান,সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী,মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। গবেষক কবি মুসাআল হাফিজ সিলেট রিপোর্টকে বলেন, জামেয়াতুল খায়ের -এখানে স্থানান্তরিত হলে ‘খাদিপাড়া হবে সিলেটের ইলমী জোন’।