সিলেটশনিবার , ২ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

Ruhul Amin
জুন ২, ২০১৮ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে সরকারকে দিতে হবে ট্যাক্স। অদ্ভুত এই আইন উগান্ডায়। সম্প্রতি উগান্ডার প্রেসিডেন্টের উদ্যোগে দেশটির পার্লামেন্টে এমন আইন পাস করানো হয়েছে।

দেশটির নতুন আইনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটার ব্যবহার করলে প্রতিদিনের জন্য ২০০ শিলিং (স্থানীয় মুদ্রা) করে কর দিতে হবে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এই আইন পাসের মূল উদ্যোক্তা। তিনি মনে করেন, এই সব সাইটগুলোতে পরনিন্দা-পরচর্চাই চলছে বেশি। শিক্ষা বা গবেষণার জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে দেবেন তিনি। তবে কোপ শুধুমাত্র সোশ্যাল সাইটেই। আগামী ১ জুলাই থেকে নতুন আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে কীভাবে কর আদায় করা হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশায় আছে দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

উগান্ডায় বর্তমানে মোবাইল ফোনের ২ কোটি ৩৬ লাখ গ্রাহক রয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ৭০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।